সম্প্রতি অভিনেত্রী নুসরাত ভারুচাকে দেখা গেল প্রকাশ্য রাস্তায় ঘুরে ঘুরে কোন্ডম বিক্রি করতে সেই নিয়ে সোশ্যাল মিডিয়া তে উটেছে তোলপাড় । তবে “রিল লাইফে নয়” রিল লাইফে। সান্ডিল্যর আসন্ন ছবি ‘জনহিত মে জারি’ (Janhit Mein Jari) ছবিতে এইভাবেই দেখা যাচ্ছে সোনু কে টিট্টু কি সুইটি’ খ্যাত নায়িকাকে। কনডম সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্প্রতি সামনে এসেছে এই ছবির পোস্টার টিজার যা দেখে নেট দুনীয়া তে মিমিক্রীমি শুরু হয়েছে ।
এই ছবির টিজার সামনে আসতে নায়িকাকে নিয়ে শুরু হয়েছে বির্তক।
নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে কনডমের ভূমিকা অনস্বীকার্য, তাই এটি নিয়ে কাজ করা খুব দরকার , আর সেই পদ্ধক্ষেপ নিলেন ডিরেক্টর । যদিও কনডম নিয়ে সমাজে এখনো নানান কুসংস্কার ছড়িয়ে আছে মানুষের কাছে । এসব কুসংস্কার দূর করতে ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে সিনেমা। যেটার নাম ‘জনহিত মে জারি’।
এই সিনেমায় একজন কনডম বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে নেটিজেন দের কাছে । হাস্যরসের সঙ্গে সমাজ বাস্তবতার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ফলে অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই ।
কিন্তু সমালোচনা, কটাক্ষও কি কম?
না, রীতিমতো তোপের মুখে আছেন নুসরাত। সিনেমার প্রচারণার জন্য তিনি দুটি পোস্ট দেন ইনস্টাগ্রামে। একটিতে লেখা, ‘মেয়েদের পেছনে ঘুরতে লজ্জা করো, কনডম ব্যবহার করতে নয়’; আরেকটিতে লেখা ‘নারীর অযত্নে লজ্জা করো, কনডম ব্যবহারে নয়’।
Click VIDEO
এই ছবিতে নুসারতকে কেমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে?
‘নুসরাতের চরিত্রটা ছোট শহরের একটি মেয়ে। যে শিক্ষিত এবং প্রগতিশীল চিন্তাভাবনা সম্পন্ন একজন । ভালো একটা চাকরির সন্ধান করছে সে,এবং আমচকাই তাঁর কাছে সুযোগ আসে এক নামী কনডম কোম্পানি সেলস এক্সিকিউটিভ হওয়ার’।