কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল অভিনেত্রীর শরীরে। দু’বারই ক্যানসারকে তাঁকে আঘাত করে। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের আঘাতে লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)।
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)৷ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে এক কঠিন লড়াই চালিয়ে পরাজিত হয়েছেন অভিনেত্রী । দু-দু’বার ক্যান্সারকে জয় করলেও আচমকা ব্রেন স্ট্রোক এ তরতাজা প্রাণ কেড়ে নেয় ৷ বলা যায় আচমকাই ব্রেন স্ট্রোক৷ কথা ছিল গোয়া যাবেন ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র শুটিং করতে । তার আগে সবকিছু ছিনিয়ে নিলো, শুটিং শুরু করলেও শেষ করতে পারেননি ঐন্দ্রিলা শর্মা।
ঐন্দ্রিলা যখন হাসপাতালে জীবন মরণ লড়াই খেলায় মত্ত , তখনই ওই সিরিজে তাঁর পরিবর্তে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হয়েছিল। যদিও সেই সময় তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিল প্রযোজনা সংস্থা। তবে এখন তা আর কোনো চাপা নেই , প্রকাশ্যে লোকসম্মুক্ষে ।
প্রকাশ্যে জানা গেল, ঐন্দ্রিলা শর্মার বদলে অভিনয় করছেন টলিপাড়ার পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এর আগে ‘হোলি ফাঁক’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়ার পর শুটিং বন্দ করার কোনো উপায় ছিলো না প্রযোজনা সংস্থার কাছে। কারণ, একটা শুটিং-এর সঙ্গে যুক্ত থাকেন কয়েকশো মানুষ এবং তাদের উপর নির্ভরশীল তাঁদের পরিবার । অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখেই সেইসময় মুখ বদলের কঠিন সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থার কর্তারা ।
ঐন্দ্রিলা না থাকলেও এই সিরিজের শেষে সম্ভবত দেখা যাবে তাঁর শুটিং করা কিছু অংশ প্রযোজনা সংস্থার কর্তারা জানান বিষয় টি ।